Site icon Jamuna Television

জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে সাধারণ নির্বাচন

আগামী বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। ছবি: এএফপি

২০২৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে দেশটির নির্বাচন কমিশন। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, সংবিধান অনুসারে পার্লামেন্ট বিলোপের ৩ মাসের মধ্যেই হওয়ার কথা ভোট। কিন্তু নতুনভাবে নির্বাচনী এলাকা নির্ধারণের কারণেই পেছালো গণতান্ত্রিক এই প্রক্রিয়া। জানানো হয়, নির্বাচনী এলাকার চূড়ান্ত তালিকা ঘোষিত হবে ৩০ নভেম্বর। পরের ৫৪ দিন মনোনয়নপত্র দাখিল, প্রতীক বরাদ্দ ও প্রচারণার জন্য রাখা হয়েছে।

আগস্ট মাসেই শেষ হয় দেশটির সরকারের মেয়াদ। এরপর অন্তবর্তী সরকারের কাছে হস্তান্তর করা হয় দায়িত্ব। তবে প্রধান বিরোধী দলের চেয়ারপারসন ইমরান খান কারাগারে বন্দি। এমন পরিস্থিতিতে নির্বাচন কতোটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, তা নিয়ে সংশয়ে আন্তর্জাতিক মহল।

চলতি বছরে এপ্রিলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে হটানো হয় ইমরান খানকে। আলোচিত ‘তোষাখানা মামলা’য় দোষী সাব্যস্তের পর ৫ আগস্ট গ্রেফতার হন পিটিআই চেয়ারম্যান। তিন বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে।

/এএম

Exit mobile version