গণমাধ্যম প্রতিষ্ঠান ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন মিডিয়া মোগল এবং মার্কিন ধনকুবের রুপার্ট মারডক। প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, অন্য দায়িত্বে নজর দেয়ার এটিই সঠিক সময়।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ফক্স নিউজের ওয়েবসাইটে প্রকাশিত এক লিখিত বার্তায় মারডক দেন এই ঘোষণা। বার্তায় মারডক বলেন, পেশাগত জীবনে তিনি প্রতিদিন নানা খবর এবং চিন্তাভাবনার সাথে জড়িত ছিলেন। তাতে কোনো পরিবর্তন আসবে না। পাশাপাশি জানান, প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নেবে তার বড় সন্তান লাকল্যান মারডক। নিজের ছেলেকে উৎসাহী ও নীতিবান নেতা হিসেবে অভিহিত করেন রুপার্ট মারডক।
৯২ বছরের রুপার্ট মারডক গণমাধ্যম ব্যবসায় নামেন ৫০’র দশকে। মাত্র ২২ বছর বয়সে পৈতৃক সূত্রে পাওয়া সংবাদপত্রের ব্যবসার হাল ধরেন মারডক। রুপার্ট ও তার পরিবারের সদস্যরা পাঁচটি দেশ জুড়ে মোট ১২০টি সংবাদপত্রের মালিক। ১৯৮৬ সালে তিনি বেশকিছু চ্যানেল কিনে যুক্তরাষ্ট্রে টেলিভিশন ব্যবসা শুরু করেন। ১৯৯৬ সালে চালু করেন ফক্স নিউজ। একসময় সেটি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ক্যাবল নিউজ চ্যানেল হিসেবে পরিচিতি পায়।
/এএম
Leave a reply