চট্টগ্রাম ব্যুরো:
রাইস কুকারের ভেতরে লুকিয়ে স্বর্ণ চোরাচালানের সময় চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
আটককৃত ওই ব্যক্তির নাম মো. আলী। তিনি চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদের চিকনদণ্ডি গ্রামের মো. মুসার ছেলে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী ছিলেন মো. আলী।
বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ জানায়, স্ক্যানিং কর্মকর্তার সন্দেহ হওয়ায় আলীকে আলাদাভাবে তল্লাশি করে তারা। এ সময় তার ব্যাগের ভেতর থাকা রাইস কুকারের লোহার খাঁচের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ১ কেজি ৭০০ গ্রাম খাঁটি স্বর্ণ এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।
চোরাচালানে জড়িত ব্যক্তি ও জব্দকৃত স্বর্ণালঙ্কারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
/এমএইচ/এমএন
Leave a reply