সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলেই পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ: মির্জা ফখরুল

|

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় একদফা দাবিতে অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন থেকে দূরে রাখতেই সরকার বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের সাজা দিচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির হারানোর কিছু নেই। তাই সরকারকে পদত্যাগ করে দেশের মানুষকে মুক্তি দিতে হবে। সরকার পদত্যাগ না করলে বিএনপির চলমান আন্দোলন আরও তীব্র হবে বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি।

/এনকে/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply