জার্মানির নতুন কোচ নাগেলসম্যান

|

চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জুলিয়ান নাগেলসম্যান। আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত জাতীয় দলের ডাগ আউটে থাকবেন তিনি। সাবেক এই বায়ার্ন মিউনিখ কোচের সঙ্গে জার্মান জাতীয় দলের চুক্তি মাত্র এক বছরের। আগামী বছরের ৩১ জুলাইয়ের পর চাইলেই ছেড়ে দিতে পারবেন জাতীয় দলের দায়িত্ব।

হ্যান্সি ফ্লিক ট্রেবল জিতে বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছাড়ার পর বাভারিয়ানদের হেড কোচ হন নাগেলসম্যান। একইভাবে জাতীয় দলে ফ্লিকের দায়িত্ব শেষ হতেই জার্মানদের দায়িত্বে এলেন নাগেলসম্যান।

এর আগে চলতি বছর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের আগে হঠাৎ করেই নাগেলসম্যানকে ছাঁটাই করে বায়ার্ন। এরপর থেকে ফ্রি ছিলেন তিনি। জাতীয় দলে তার সহকারী হিসেবে কাজ করবেন সান্দ্রো ওয়াগনার ও বেঞ্জামিন গ্লুক।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর জাপানের কাছে প্রীতি ম্যাচে ৪-১ গোলে বিধ্বস্ত হয় জার্মানি। এই বড় ধরনের হারের জেরে ৫৮ বছর বয়সী কোচ ফ্লিককে বরখাস্ত করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। এবার তার স্থলাভিষিক্ত হলেন, নাগেলসম্যান।

/এনকে/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply