রাশিয়ার নৌ সদর দফতরে ইউক্রেনের ক্ষেপনাস্ত্র হামলা; ১ রুশ সেনা নিখোঁজ

|

ক্রাইমিয়ায় কৃষ্ণ সাগরে অবস্থিত রাশিয়ার নৌবাহিনীর সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় একজন রুশ সেনা নিখোঁজ হয়েছে। উপদ্বীপে কিয়েভের সর্বশেষ হামলা এটি। খবর বিবিসির।

ইউক্রেন নৌ বহরে রাশিয়ার সবচেয়ে বড় হামলার মাত্র দশ দিন পর রুশ নৌ সদর দফতরে এই হামলা চালালো কিয়েভ। ওই হামলা ছাড়াও কৃষ্ণ সাগরে ইউক্রেনের শস্য রফতানিতে ব্যবহৃত শিপিং রুট অবরুদ্ধ করার হুমকি দেয় রাশিয়া।

সম্প্রতি কৃষ্ণ সাগরের এই উপদ্বীপ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে কিয়েভ। ফলে সেখানের সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ তীব্র করছে তারা। রাজনৈতিক বিভিন্ন কারণে রাশিয়ার কৃষ্ণ সাগরে অবস্থিত এই সদর দফতর ইউক্রেনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

/এমএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply