লোগোতে কিঞ্চিৎ পরিবর্তন আনলো ফেসবুক

|

ফেসবুক তার লোগোতে পরিবর্তন এনেছে। পরিবর্তন বলতে আগের চেয়ে নীল শেডটি আরও গাঢ় করেছে মেটা কর্তৃপক্ষ। খবর দ্য ভার্জের।

লোগোতে এ পরিবর্তনের বিষয়ে ফেসবুক জানিয়েছে, নতুন এই লোগোতে পরিবর্তন আনার মূল উদ্দেশ্য, ফেসবুকের একটি রিফ্রেশড লোগো ডিজাইন করা। এটি হবে দৃঢ়, রোমাঞ্চকর ও চিরস্থায়ী। অ্যাপটির পরিচিতির মূল চাবি হিসেবে এর প্রতিটি পরিমার্জন বৃহত্তর একটি সম্প্রীতির দিকে পরিচালিত করবে। আমরা এটি করেছি ফেসবুকের এই মূল নীল রঙটিকে আরও আত্মবিশ্বাসী হিসেবে প্রকাশ করতে যা ‘এফ’ অক্ষরকে আরও শক্তিশালী কন্ট্রাস্ট’র মাধ্যমে ভিজুয়ালি একসেসেবল করা যায়।

ছবি: বাঁ দিকে থেকে আগের ও পরের লোগো

ফেসবুক আরও জানায়, আমাদের এই বর্ধিত কালার প্যালেটের মাধ্যমে বিশেষ মাত্রা এবং আবেগ সঞ্চার করতে পেরেছি। আমরা কালারকে এমনভাবে অ্যাডজাস্ট করেছি যেন লোগোটিকে যেকোনো আকৃতিতে পাঠযোগ্য হয় এবং বিভিন্নভাবে এটাকে সহজে ব্যবহার করা যায়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply