স্বাধীনতা বিরোধীরা যেন ক্ষমতায় না আসে: রাষ্ট্রপতি

|

স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বললেন, যারা এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা যেন আর কখনোই রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সেক্টর কমান্ডার্স ফোরাম- মুক্তিযুদ্ধ ’৭১ আয়োজিত জাতীয় সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

এ সময় সম্মেলনে অংশ নেয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান। মো. সাহাবুদ্দিন বলেন, বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা মুক্তিযুদ্ধ। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে, হঠাৎ করে আসেনি। মুক্তি পেলেও স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত থামেনি। তারই ধারাবাহিকতায় ঘটেছে ’৭৫ এর হত্যাযজ্ঞ, ২১ আগস্টের গ্রেনেড হামলা।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশবিরোধীরা এখনও সক্রিয়। গণতন্ত্র ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তাদের অপচেষ্টা এখনও চলছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply