নির্বাচন এখনও অনেক দেরি। কে আসবে, কে আসবে না এই মুহূর্তে এটার প্রেডিকশন করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ করা না করা সেটা তাদের নিজস্ব ব্যাপার।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় ফিরে বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পর্যেবক্ষক না আসলে নির্বাচন সুষ্ঠু হবে কি-না এমন প্রশ্নের জবাবে ওয়ায়দুল কাদের বলেন বলেন, তাদের দেশের নির্বাচন যদি আমরা পর্যবেক্ষণ না করি, তাহলে গ্রহণযোগ্যতা থাকবে- এটাও বা কেমন করে ভাববো? তাদের দেশে যে নির্বাচন হচ্ছে সেখানে আমাদের পর্যবেক্ষণের জন্য কি এত বাড়বাড়ন্ত আছে? আমাদের পর্যবেক্ষণের জন্য এত তাগিদ আছে?
তিনি বলেন, তারা কি বলেছে বাংলাদেশ পর্যবেক্ষণ না করলে নির্বাচন হবে না। তার মানে কি সেখানে নির্বাচন সুষ্ঠু হয় না। আমরাও তো বড় একটি গণতান্ত্রিক রাষ্ট্র। কাজেই পর্যবেক্ষণ করা না করা সেটা তাদের নিজস্ব ব্যাপার।
এটিএম/
Leave a reply