কোমরের বেল্টের ভেতর বিশেষ কায়দায় পাচার হচ্ছিল স্বর্ণ, আটক ২

|

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

ভারতে পাচারকালে ৪ কেজি ৬শ’ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝিকরগাছার কায়েমকোলা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন, ঝিনাইদহের মহেশপুরের গোপালপুর গ্রামের মাসুম বিল্লাহ (৩২) ও যশোর সদরের ভেকুটিয়া গ্রামের শাহীন আলম (৩৩)।

যশোর নাভারণ সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান জানান, কায়েমকোলা বাজারে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ সদস্যরা তাদের আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক মাসুমের কোমরের বেল্টের মধ্যে বিশেষ কায়দায় এসব স্বর্ণেরবার লুকানো ছিল। ১০টি বারের মধ্যে চারটির ওজন এক কেজি করে। বাকি ৬টির প্রত্যেকটি ১০ গ্রামের।

উদ্ধার হওয়া স্বর্ণসহ আটক দুইজনকে থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply