রুশ নৌঁঘাটিতে মিসাইল হামলার দাবি ইউক্রেনের

|

রাশিয়ার কৃষ্ণসাগর তীরের নৌবহরের সদর দফতরে হামলার দাবি করলো ইউক্রেন। জানায়, মিসাইল হামলার সময় শীর্ষ কর্মকর্তাদের জরুরি বৈঠক চলছিল। খবর রয়টার্সের।

সংক্ষিপ্ত বিবৃতিতে কিয়েভ জানায়, শনিবারের হামলায় রুশ কর্মকর্তারা হতাহত হয়েছেন। তবে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি তারা।

আরও জানানো হয়, রাশিয়ার সবচেয়ে শক্তিশালী নৌঘাঁটি সেভাস্তোপোলে হামলায় ব্যবহৃত হয়েছে ‘স্টর্ম শ্যাডো’ মিসাইল। ফ্রান্স ও ব্রিটেন সামরিক সহযোগিতার অংশ এটি।

হামলার কথা স্বীকার করেছেন অঞ্চলটিতে নিযুক্ত রুশ গর্ভনরও। জানিয়েছেন, পাল্টা অভিযানে ধ্বংস করা হয়েছে একটি মিসাইল। তাছাড়া, প্রাণহানি এড়াতে বিপুল সংখ্যক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। গেলো দু’দিনে রাশিয়ার ব্যাপক হামলার মুখে পড়েছে ইউক্রেনের অন্তত ছয়টি অঞ্চল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply