বিচার বিভাগীয় সংস্কার বাতিলে অনড় ইসরায়েলের জনগণ। রাজধানী তেল আবিবসহ দেড়শ ছোট-বড় এলাকায় বিক্ষোভ হয়। শনিবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম দি টাইমস অব ইসরায়েল।
নেতানিয়াহু প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩৮তম সপ্তাহে গড়ালো এই গণআন্দোলন। জনপ্রিয় তাসকিম স্কয়ার থেকে আহ্বান জানানো হয়, ফিলিস্তিনের সাথে শান্তি আলোচনা শুরুর। মূলত, রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবের সাথে সমঝোতা শুরু করেছে ইসরায়েল। সেই ধারাবাহিকতায় বিদ্যমান সমস্যার সমাধান চান দেশটির বহু নাগরিক।
এর আগে, গত বছর ক্ষমতায় বসার পরই বিচার বিভাগের ক্ষমতা হ্রাসের প্রস্তাব দেন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকার। ফলে আইন পাসে বাধা দেয়ার সুযোগ কমবে সুপ্রিম কোর্টের। অন্যদিকে, আইনপ্রণেতাদের হাতে আসবে বাড়তি ক্ষমতা। কিন্তু পার্লামেন্টে সেটি পাস হলেও আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে ইসরায়েল সরকার। চলতি মাস থেকেই পিটিশন খতিয়ে দেখছে সর্বোচ্চ আদালতের বিচারপতিরা।
/এআই/এমএন
Leave a reply