বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন আগেই করা আছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে উচ্চ আদালত প্রাঙ্গণে এ কথা বলেন তিনি। বিদেশে চিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে, আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক।
কায়সার কামাল বলেন, নতুন করে আবেদন চাওয়াটা অমানবিক। এটি খালেদা জিয়ার প্রতি উপহাস ও জাতির সাথে তামাশার শামিল।
প্রসঙ্গত, অসুস্থ অবস্থায় গত ৯ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। দীর্ঘদিন ধরেই বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানিয়ে আসছে তার পরিবার ও দল।
/এমএন
Leave a reply