ভিসানীতির প্রভাব পুলিশের ওপর পড়বে না: ডিএমপি

|

ছবি: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন

যুক্তরাষ্ট্রের ভিসানীতির কোনো প্রভাব পুলিশের ওপর পড়বে না বলে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন। তিনি জানান, এতে পুলিশের কাজের গতি কমবে না।

তিনি বলেন, মার্কিন ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্যের ব্যাপারে আবেদন করা হয়েছে, তারা কারা জানি না। যদি ভিসা নিষেধাজ্ঞা আসে, তারা হয়তো আমেরিকা যেতে পারবেন না। বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা আইন অনুযায়ী কাজ করে। বাংলাদেশে দুই লাখের ওপরে পুলিশ সদস্য রয়েছে। যাদের মধ্যে খুবই নগণ্য সংখ্যক পুলিশ যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন দেখে বা সন্তানদের পাঠানোর চিন্তা করে।

ফারুক হোসেন বলেন, পুলিশ আইনের মধ্যে থেকেই কাজ করে। ভিসানীতির ফলে দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটবে না বলে মনে করেন ডিএমপির এই মুখপাত্র।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply