এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। রোববার (২৪ সেপ্টেম্বর) চীনের পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এই হারে স্বর্ণের লড়াই থেকে ছিটকে গেলো বাংলাদেশ।
গত দুইদিনের বৃষ্টিভেজা মাঠে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। শুরুতেই তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ১৭ ওভার ৫ বলে মাত্র ৫১ রানেই গুটিয়ে যায় বাংলার মেয়েরা। দলের হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ১২ রান করেন। আর কেউই দুই অঙ্কের কোটায় যেতে পারেননি। চারজন ব্যাটার আউট হয়েছেন শুন্য রানে। ১৭ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দেন ভারতীয় পেসার পূজা ভাস্ত্রাকার।
জবাবে রান তাড়া করতে নেমে ভারত মাত্র ৮ ওভার ২ বলে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ভারতের হয়ে জেমিমা রদ্রিগেজ ২০ এবং শেফালি ভার্মা ১৭ রান করেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বর্ণের লড়াইয়ে মাঠে নামবে দুই ফাইনালিস্ট ভারত ও শ্রীলঙ্কা। একই দিন ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
/এনকে /এএম
Leave a reply