পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ২ ফিলিস্তিনির

|

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনে প্রাণ গেল ২ ফিলিস্তিনির। রোববার (২৪ সেপ্টেম্বর) নূর শামস শরণার্থী শিবিরে চালানো হয় সামরিক অভিযান। খবর রয়টার্সের।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দুই বেসামরিক নাগরিককে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। তারা হলেন, ২১ বছরের আছিদ আবু আলি এবং ৩২ বছরের আব্দুল রহমান আবু দাঘাশ। ওই অভিযানে শরণার্থী শিবিরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জানায়, সন্ত্রাসী কমান্ড সেন্টার এবং বোমা উৎপাদন ও মজুদের কারখানা ধ্বংসই ছিল তাদের লক্ষ্য। ইহুদি সেনাদলের অভিযোগ, বোমা বিস্ফোরণের পাশাপাশি তাদের ওপর ছোড়া হচ্ছিল এলোপাতাড়ি গুলি। প্রতিরোধ গড়ে তুলতেই পাল্টা অভিযান চালানো হয়েছে।

জাতিসংঘের দাবি, চলতি বছর ২০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ইসরায়েলি আগ্রাসনে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply