বিতর্কিত সমুদ্রসীমায় ভাসমান ব্যারিকেড তৈরিকে কেন্দ্র করে, আবারও উত্তেজনা ছড়িয়েছে চীন ও ফিলিপাইনের মধ্যে। ম্যানিলার অভিযোগ, দক্ষিণ চীন সাগরে দেশটির জেলেদের ঠেকাতেই নেয়া হয়েছে এ ব্যবস্থা। খবর রয়টার্সের।
বিরোধপূর্ণ স্কারবরো শোয়াল দ্বীপের পথে জলসীমায় প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে বসানো হয়েছে ব্যারিকেড। এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ম্যানিলা। তাদের দাবি, আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী চীনের সার্বভৌম এলাকার মধ্যে পড়ে না অঞ্চলটি। এরপরও ফিলিপাইনের জেলেদের মাছ ধরায় বাধা দেয়া হচ্ছে।
অন্যদিকে ম্যানিলার বিরুদ্ধে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের অভিযোগ করছে বেইজিং।
চীনের দাবি, অবৈধভাবে বেইজিংয়ের জলসীমায় প্রবেশের চেষ্টা চালানো হয়েছে। ম্যানিলায় চীনের দূতাবাস অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
দক্ষিণ চীন সাগরের ৯০ শতাংশ নিজেদের অংশ বলে দাবি করে বেইজিং। ২০১২ সালে শোয়াল দ্বীপ দখল করে দেশটি।
এটিএম/
Leave a reply