Site icon Jamuna Television

ভিসানীতি নিয়ে পুলিশ কোনো ইমেজ সংকটে পড়বে না: আইজিপি

ছবি: আব্দুল্লাহ আল মামুন

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে পুলিশ কোনো ইমেজ সংকটে পড়বে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশন পুলিশকে যে দায়িত্ব দেবে সেটিই পালন করা হবে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে পর্যটকদের নিরাপত্তা নিয়ে এক সেমিনার শেষে এসব কথা বলেন আইজিপি।

এ সময় পুলিশ প্রধান বলেন, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন পরিপন্থী কাজ যেই করছে, তাকেই শাস্তির আওতায় আনা হচ্ছে। পুলিশকেও ছাড় দেয়া হচ্ছে না বলে জানান তিনি।

তেজগাঁওয়ের গোলাগুলির ঘটনায় ভূবনের মৃত্যু নিয়ে আইজিপি বলেন, হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না।

এটিএম/

Exit mobile version