কারা আদালতেই শুনানি, হাজির হননি খালেদা জিয়া

|

পুরাতন কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল মামলার শুনানি হয়েছে। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ হাজির হননি। বিএনপি চেয়ারপারসনের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া শুনানিতে অংশ নেন।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী কারাগারে আদালত বসানো হয়নি। তাই, এই আদালতে যাতে শুনানি না হয় সেজন্য আবেদন করেন তিনি। একই সাথে এই মামলায় খালেদা জিয়ার জামিন বাড়ানোর বাড়ানোর আবেদন করা হয়।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন জানান, আদালত স্থানান্তরের সাংবিধানিক ভিত্তি ও খালেদা জিয়ার অনুপস্থিতির বিষয়ে আইনগত ব্যাখ্যা চেয়েছেন আদালত। আগামীকাল এ বিষয়ে আবারও শুনানি করবেন খালেদা জিয়ার আইনজীবীরা।

গত বুধবার, প্রথমবারের মতো কারা আদালতে চ্যারিটেবল মামলার শুনানি হয়। সেদিন আসামিপক্ষের আইনজীবীরা আদালত বর্জন করায় খালেদা জিয়া নিজেই শুনানিতে অংশ নেন। বিএনপি চেয়ারপারসন সেদিন বলেন, এই আদালত চলতে পারে না, এখানে ন্যায়বিচার নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply