দক্ষিণ চীন সাগরে ব্যারিকেড সরাতে বিশেষ অভিযান চালানোর পর ম্যানিলাকে কড়া হুশিয়ারি দিয়েছে বেইজিং। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ফিলিপাইনের সংবাদ সংস্থা এবিএস-সিবিএন নিউজ।
ঘটনার সূত্রপাত হয় ফিলিপাইনের কোস্টগার্ড ভাসমান তারগুলো কেটে দেয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে। চীনের কর্মকাণ্ডের পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই এমন পদক্ষেপ নিলো ম্যানিলা। এ বিষয়ক একটি ভিডিও প্রকাশ করে তারা।
এর আগে, শনিবার (২৩ সেপ্টেম্বর) বিতর্কিত সমুদ্রসীমায় ভাসমান ব্যারিকেড তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চীন ও ফিলিপাইনের মধ্যে। ম্যানিলার অভিযোগ, দক্ষিণ চীন সাগরে দেশটির জেলেদের ঠেকাতেই নেয়া হয়েছে এ ব্যবস্থা। বিরোধপূর্ণ স্কারবরো শোয়াল দ্বীপের পথে জলসীমায় প্রায় ৩শ মিটার এলাকাজুড়ে বসানো হয় ভাসমান ব্যারিকেড। অঞ্চলটিতে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে বেইজিং ও ম্যানিলা।
প্রসঙ্গত, ২০১২ সালে শোয়াল দ্বীপ দখল করে চীন। দক্ষিণ চীন সাগরের ৯০ শতাংশ নিজেদের অংশ বলে দাবি করে বেইজিং।
/এআই /এএম
Leave a reply