সাদা পোশাকে ইংল্যান্ডের বিপক্ষে রীতিমত বিপর্যস্ত হয়েছে ভারত। পাঁচ টেস্টের সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। এর আগে, চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল কোহলির দল। এরপরও আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত।
অন্যদিকে, ভারতকে ধরাশায়ী করে র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর পজিশন থেকে চারে উঠে এল ইংল্যান্ড। দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ৯৭ রেটিং পয়েন্ট ছিল ইংল্যান্ডের। এখন ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে পেছনে ফেলেছে নিউজিল্যান্ডকে। পাঁচে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১০২।
ইংল্যান্ডের চেয়ে এক পয়েন্ট বেশি রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া। ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান নয়ে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply