অর্থনৈতিক অচলাবস্থার শঙ্কায় যুক্তরাষ্ট্র, ক্ষতির মুখে কৃষ্ণাঙ্গ কমিউনিটি

|

ছবি: রয়টার্স

ফের শাটডাউন বা অর্থনৈতিক অচলাবস্থার মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অক্টোবরের ১ তারিখ নতুন বাজেট পাসে ব্যর্থ হলে মার্কিন কংগ্রেস মুখোমুখি হবে সংকটের। খবর রয়টার্সের।

কট্টর রিপাবলিকান ও অন্য আইনপ্রণেতাদের বিরোধের জেরে বাজেট পাস নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এতে দেশটির সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, পরিবহন সেবাসহ বিভিন্ন খাত সরাসরি ক্ষতির মুখে পড়বে। এমনকি কোনো আর্থিক প্রণোদনা ছাড়াই চাকরি হারাবেন অনেকে।

ক্রেডিট রেটিং এজেন্সি ‘মুডি’র বিশ্লেষক উইলিয়াম ফস্টার সোমবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সকে জানিয়েছেন, শাটডাউন যুক্তরাষ্ট্রের ঋণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।

বাইডেন প্রশাসন বলছে, শাটডাউনের ফলে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে দেশটির কৃষ্ণাঙ্গ কমিউনিটি। ১৯৮১ সাল থেকে ১৪ দফা অচলাবস্থার মুখে পড়েছে মার্কিন সরকার।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply