পোশাক খাতে মার্কিন ভিসানীতির প্রভাব নেই: বিজিএমইএ সভাপতি

|

পোশাক খাতের ওপর মার্কিন ভিসা সম্পর্কিত স্যাংশন নেই। বাণিজ্যে এর কোনো প্রভাব নেই, আর উদ্বেগও নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় পোশাক রফতানির আড়ালে বিদেশে ৩০০ কোটি টাকা পাচারের প্রসঙ্গ উঠে আসে। এ বিষয়ে বিজিএমইএ সভাপতির প্রশ্ন, শুধু ব্যবসা প্রতিষ্ঠানের নাম সামনে আনা হচ্ছে কেন? কাস্টমসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম কেন প্রকাশ করা হয় না? টাকা পাচারের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি।

ফারুক হাসান জানান, ব্যাংকের সুদ হার বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। ইউরোপ ও আমেরিকাতে রফতানি কমেছে। বিকল্প কিছু দেশে রফতানি বাড়িয়ে ও হাই ভ্যালু পণ্য তৈরি করে বাজার ধরে রেখেছেন শিল্প মালিকরা। চলমান পরিস্থিতিতে নতুন মজুরি বোর্ডের সুপারিশ বাস্তবায়ন চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply