গণমাধ্যমের ওপর ভিসানীতি ‘মুক্ত গণমাধ্যমে হস্তক্ষেপ’: তথ্যমন্ত্রী

|

গণমাধ্যমের ওপর ভিসানীতি ‘মুক্ত গণমাধ্যমে হস্তক্ষেপ’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, যুক্তরাষ্ট্র কাকে ভিসা দেবে, আর কাকে দেবে না, এটি দেশটির নিজস্ব ব্যাপার। তবে গণমাধ্যমকে এর আওতায় ফেলা বোধগম্য নয়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী শহরের পাঠানপাড়ায় যুবলীগের রাজশাহী মহানগর ও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক চমৎকার উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে গিয়ে বিএনপির রশি ছিড়ে পড়েছে। আগামী মাসে রাজনীতির ফাইনাল খেলায় আমরা আওয়ামী লীগ যাবো না, যুবলীগকে পাঠাবো। প্রয়োজনে মহিলা আওয়ামী লীগকেও পাঠাবো। বিএনপিকে বলবো, উনাদের সঙ্গে আগে খেলেন। তারপর প্রয়োজনে আওয়ামী লীগ আপনাদের সঙ্গে খেলবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply