নাগোরনো-কারাবাখের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬৮

|

বিতর্কিত অঞ্চল নাগোরনো-কারাবাখের জ্বালানি ডিপোতে ঘটা ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬৮ জনে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। খবর আল জাজিরার।

স্থানীয় প্রশাসনের দাবি, জোরালো বিস্ফোরণে দগ্ধ ও আহতের সংখ্যা প্রায় ৩০০। চলমান অস্থিরতার কারণে তাদের পর্যাপ্ত চিকিৎসাও দেয়া যাচ্ছে না। তাদের মধ্যে অনেককে হেলিকপ্টারযোগে আর্মেনিয়া বা আজারবাইজানের হাসপাতালে সরানো হচ্ছে।

খানকেন্দি শহরের কাছে সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় আঞ্চলিক রাজধানী স্টেপনাকার্টের একটি ফুয়েল ডিপোতে হয় এই বিস্ফোরণ। অঞ্চলটি ছাড়তে ইচ্ছুকদের গাড়িতে সেসময় জ্বালানি দেয়া হচ্ছিলো। তাই সেখানে বিপুল সংখ্যক গাড়ি এবং বাসিন্দাদের উপস্থিতি ছিল। ফলে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও আঞ্চলিক অস্থিরতা কমেনি। তাই এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply