Site icon Jamuna Television

পোকাল কাপে বড় জয় পেলো বায়ার্ন মিউনিখ

সহজ জয় পেলো বায়ার্ন। ছবি: সংগৃহীত

জার্মান পোকাল কাপে মুনস্টারকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে হ্যারি কেইনসহ সেরা একাদশের বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়াই মাঠে নামে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

মুনস্টারের মাঠে গোলের দেখা পেতে খুব বেশি সময় নেয়নি ক্লাবটি। ম্যাচের নবম মিনিটে চুপো-মোতিংয়ের গোলে লিড নেয় বাভারিয়ানরা। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোনরেড লেইমার। বিরতির ঠিক আগে ব্যবধান ৩-০ করেন ফ্র্যান্স ক্র্যাটজিগ।

বিরতির পর খেলতে নেমে গোলের দেখা পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় বাভারিয়ানদের। ম্যাচের ৮৬ মিনিটে হেনরি টেল স্কোর শিটে নাম তুললে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

/এএম

Exit mobile version