Site icon Jamuna Television

নিখোঁজের ৫ মাস পর ধানক্ষেতে মিললো তরুণের দেহাবশেষ

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে নিখোঁজের ৫ মাস পর ধানক্ষেত থেকে এক তরুণের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, রাকিব হোসেন বাবু (২২) নামে ওই তরুণকে অপহরণ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাশখান এলাকা থেকে ওই তরুণের কঙ্কাল উদ্ধার করা হয়।

নিহত রাকিব হোসেন বাবু শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের নরবালাখানা গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি মাংসের দোকানের একজন কর্মচারী ছিলেন।

পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় নিখোঁজ হন রাকিব। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে ১৯ এপ্রিল রাকিবের বাবা নুরুল ইসলাম পালং মডেল থানা একটি সাধারণ ডায়রি করেন। ৩ মে স্থানীয় তিনজনের নাম উল্লেখ করে এবং ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন তিনি।

মামলায় স্থানীয় যুবক রবিউল ইসলাম, জুবায়ের মিয়া, জুয়েল সরদার ও মনিরুজ্জামান রিফাত নামের চারজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ। তবে আসামি রবিউল ও জুবায়ের জামিনে আছেন।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের সঙ্গে জার্সি দেখে পরিবার রাকিবকে শনাক্ত করেছেন। তার কঙ্কালটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসজেড/

Exit mobile version