আলাস্কার আকাশে মনোমুগ্ধকর সবুজাভ আলোর খেলা

|

আকাশজুড়ে সবুজাভ আলোর খেলা। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশে দেখা মিললো ‘নর্দান লাইটস’খ্যাত মেরুপ্রভার অপরুপ সৌন্দর্য। বুধবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফেয়ারব্যাংকস অঞ্চলে দ্যুতি ছড়ায় অরোরা বোরিয়ালিস। কয়েক ঘণ্টা ধরে চলে উজ্জ্বল সবুজাভ আলোর খেলা। মনোমুগ্ধকর দৃশ্যটি উপভোগ করে স্থানীয়রা।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সূর্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে বৈদ্যতিক কণার প্রবেশের ফলে দেখা মেলে এই বর্ণিল আলোকছটার। যা সৃষ্টি হয় বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেন পরমাণুর সাথে ম্যাগনিটোস্ফিয়ার থেকে আসা কণিকার ঘর্ষণ থেকে। পরমাণুর পরিমাণের ওপর নির্ভর করে অরোরার লাল, সবুজ ও হলুদ রঙ।

পুরো সেপ্টেম্বর মাস জুড়েই উত্তর গোলার্ধ্বে দেখা মেলে প্রাকৃতিক মেরুপ্রভার। অন্যদিকে, দক্ষিণ অক্ষাংশে দেখা পাওয়া মেরুজ্যোতিকে বলা হয় অরোরা অস্ট্রালিস।

/এআই /এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply