আমাদের দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক অটুট আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অটুট আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৭ সেপ্টেম্বর) নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

ভিসানীতি নিয়ে তিনি বলেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা কাকে যেতে দেবে না দেবে এটা সবসময়ই তারা নিয়ন্ত্রণ করে। এখন হয়তো আরেকটু বেশি নিয়ন্ত্রণ করবে। সেজন্য উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমাদের সব কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই চলছে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অটুট আছে।

তিনি আরও বলেন, আমেরিকা তো আগে সবাইকে সে দেশে যেতে দিতো না। ভিসা চাইলে কি সবাইকে ভিসা দিতো? দিতো না। এটা অনেকটা এইরকমই। তারা এখন হয়তো বলছে- আরও কিছু পরীক্ষা করে দেখবেন। এর বাইরে তো উনারা কিছু বলেননি। বলেনি তো, অমুক দল, অমুক সংগঠন ভিসা পাবে না। এমন কিছু তো বলেনি। কাজেই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

এসময় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমজদার, সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার ও পুলিশ সুপার রাশিদুল হক উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply