চীনের আগ্রাসন ঠেকাতে এবার নিজস্ব প্রযুক্তির সাবমেরিন উন্মোচন করলো তাইওয়ান। দেশটির সামরিক কর্মকর্তারা জানান, সাবমেরিনটি ২০২৪ সালের শেষের দিকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। খবর বিবিসির।
ডিজেল এবং বিদ্যুতচালিত এই সাবমেরিনটি তৈরিতে দেড়শ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে। সাবমেরিনটির নাম দেয়া হয়েছে হাইকুন। দেশটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েন এই ডুবোজাহাজটির উদ্বোধন করেন।
প্রেসিডেন্ট বিবৃতিতে তিনি বলেন, এর ফলে তাইওয়ানের সমুদ্রসীমায় নিরাপত্তা আরও জোরদার হলো। অঞ্চলটির লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যে নৌবহরে ১০টি সাবমেরিন অন্তর্ভুক্ত করা। দীর্ঘদিন ধরেই তাইওয়ানের নিয়ন্ত্রণ ইস্যুতে বিবাদ চলে আসছে বেইজিং এবং তাইপের মধ্যে।
এটিএম/
Leave a reply