মীর জাফররা দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চান: বিপ্লব বড়ুয়া

|

মীর জাফররা ফের সক্রিয় হয়েছে। তারা দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বুদ্ধিস্ট ফেডারেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বিপ্লব বড়ুয়া বলেন, দেশ আজ অসাম্প্রদায়িক পথে উন্নতির শিখরে যাচ্ছে। দেশি-বিদেশি শক্তি আজ নানাভাবে ষড়যন্ত্র করছে, সে বিষয় সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ এ আরাফাত বলেন, দেশে খুব কম সংখ্যক মানুষ উগ্রবাদী, যাদের দ্বারা পুরো জাতি ক্ষতিগ্রস্থ হয়। ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষকে একসাথে কাজ করতে হবে।

বৌদ্ধ মন্দিরে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এরপর অতিথিরা জন্মদিনের কেক কাটেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply