তিন সপ্তাহের ব্যবধানে শক্তিশালী ঝড় এলিয়েসের তাণ্ডবে ফের বিপর্যস্ত ইউরোপের দেশ গ্রিস। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে টানা বর্ষণে প্লাবিত হয়েছে মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকা। খবর আল জাজিরার।
এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সম্পদের। ভেঙে গেছে ঘড়বাড়ি ও স্থাপনা, উপড়ে গেছে বহু গাছপালা। পানির প্রচণ্ড তোড়ে ভেসে গেছে বহু গাড়ি। টানা বৃষ্টিতে কিছু এলাকায় ভূমিধসও হয়েছে। বসত বাড়িতেও জমে গেছে পুরু কাদার স্তর। পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বাসিন্দারা। প্রাণহানি এড়াতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এখনও পর্যন্ত ৩ হাজার মানুষকে সরিয়ে নেয়ার কথা জানানো হয়েছে।
ইউরোপিয়ান আবহাওয়া দফতর জানায়, গেল ২৪ ঘণ্টায় মাসব্যাপী বৃষ্টিপাতের সমপরিমাণ বর্ষণ হয়েছে। ভারী বৃষ্টিপাত, ঝড় ও বজ্রপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে চলতি মাসের শুরুতে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দেশটিতে। প্রাণ হারান কমপক্ষে ১৭ জন।
এটিএম/
Leave a reply