পদার্থ বিজ্ঞানে এবছর যৌথভাবে নোবেল জিতলেন তিন মার্কিন পদার্থবিদ। তারা হলেন রেইনার ভাইজ, ব্যারি সি ব্যারিশ, কিপ এস থর্ন।
স্টকহোমে, রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স, আজ তাদের নাম ঘোষণা করে। ঘোষণায় বলা হয়, মহাবিশ্বে ভাসমান, রহস্যময় মহাকর্ষীয় তরঙ্গ পর্যবেক্ষণে যুগান্তকারী অবদান রেখেছেন তারা। একশ বছর আগে আলবার্ট আইনস্টাইন প্রথম এই মহাকর্ষীয় তরঙ্গের ধারণা দেন। তাদের দাবি, দুটি কৃষ্ণগহবরের সংঘর্ষ থেকেই এই তরঙ্গের উৎপত্তি। মহাবিশ্বে স্বাধীনভাবে বিচরণ করছে এই তরঙ্গ। জার্মান বংশোদ্ভুত ৮৫ বছর বয়সী মার্কিন পদার্থবীদ রেইনার ভাইজ এমআইটি’র এমিরেটাস অধ্যাপক। ব্যারি ক্লার্ক ব্যারিশ ও কিপ স্টিফেন থর্ন কাজ করছেন ক্যালটেকে।
Leave a reply