টাইগারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভারতের গৌহাটি বর্ষাপারা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মাঠে গড়াবে ম্যাচটি। এই ম্যাচের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে ২০২৩ বিশ্বকাপের যাত্রা শুরু করলো টাইগাররা।

ভারতের গৌহাটি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এই ম্যাচে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোটে পড়েছেন তিনি। আজ টাইগারদের অধিনায়কের দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ।

তবে প্রস্তুতি ম্যাচ হওয়ায় প্রচলিত নিয়ম-কানুনে কিছু বিষয়ে ছাড় থাকছে। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডের সবাইকেই প্রতিটি ম্যাচে খেলাতে পারবে দলগুলো।

উল্লেখ্য, আগামী ২ অক্টোবর একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের মূল অভিযান শুরু হবে আগামী ৭ অক্টোবর। সেদিন ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।

/এমএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply