Site icon Jamuna Television

ময়মনসিংহে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের ভালুকায় মা ও শিশু সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ভালুকার মাস্টার বাড়ি এলাকায় ময়না আক্তার ও তার চার মাসের শিশু সন্তান বিষক্রিয়ায় আক্রান্ত হয়। আশংকাজনক অবস্থায় বুধবার দিবাগত রাত তিনটার দিকে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামি সাইফুল ইসলামের দাবি, তার স্ত্রী রাগ করে শিশু সন্তানকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তবে নিহত ময়না আক্তারের বাবা-মায়ের দাবি, যৌতুক না পেয়ে তাদের মেয়ে ও নাতিকে স্বামী সাইফুল হত্যা করেছে। এদিকে ভালুকা থানা পুলিশ জানিয়েছে প্রকৃত ঘটনা উদ্ধারে মামলা দায়ের হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version