বেঁধে দেয়া দামে সুপারশপে আলু বিক্রিতে ভোক্তা অধিকারের তদারকি

|

সরকার নির্ধারিত দামে আলু বিক্রি নিশ্চিত করতে রাজধানীর সুপারশপগুলোতে তৎপরতা বাড়িয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন সুপারশপে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রিতে তদারকি করে সংস্থাটি।

এ সময় ভোক্তা অধিকারের উপপরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, কোনো ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে হিমাগার থেকে আলু না পেলে সংস্থাটির সাথে যোগাযোগ করতে পারবেন। ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে সরকার নির্ধারিত দামে পণ্য সরবরাহ করা হচ্ছে। আলুর যৌক্তিক মূল্য ৩৬ টাকা, এরচেয়ে বেশি দামে কেউ বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply