টেলিভিশনে লাইভ টকশোতে মারমারিতে জড়িয়েছেন পাকিস্তানের দুই রাজনীতিবিদ। ‘বিতর্কিত’ এই কাণ্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৃষ্টি হয়েছে হাস্যরসের।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, মারামারিতে জড়ানো দুই নেতা হলেন, নওয়াজ শরিফের দল পিএমএল-এন’র নেতা ও সিনেটর আফনান উল্লাহ খান এবং পিটিআই নেতা শের আফজাল খান মারওয়াত।
পাকিস্তানের এক্সপ্রেস টিভিতে জাভেদ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত ‘কাল তাক’ শীর্ষক টকশোতে অংশ নেন ওই দুই নেতা।
ভারতের হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, টকশোতে শুরু থেকেই উত্তেজিত ছিলেন দু’জন। পাল্টাপাল্টি উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে ইমরান খানের কঠোর সমালোচনা করায় মেজাজ হারান পিটিআই নেতা আফজাল খান মারওয়াত। তিনি চেয়ার থেকে উঠে আফনান উল্লাহর মাথায় কিল-ঘুষি মারেন। পাল্টা হাত চালাতে শুরু করেন আফনানও। তিনি ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন আফজাল খান মারওয়াতকে। দুই নেতাকে শান্ত করতে টিভি চ্যানেলের সদস্যরা ছুটে যান। যা টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছিল।
/এনকে
Leave a reply