সেলিব্রেটি ক্রিকেট লীগের গ্রুপপর্বের এক ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয় জনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের জন্য মোস্তফা কামাল রাজকে দোষারোপ করেছেন বিরোধী পক্ষের খেলোয়াড়রা।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা ছিল। প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামেন দুই দলের খেলোয়াড়রা। ম্যাচে মোস্তফা কামাল রাজের দল ১২০ রানের টার্গেট দেয়। পরে রুদ্ধশ্বাস ম্যাচে তারা ৬ রানের জয় পায়।
তবে বিজয় উল্লাস করতে গিয়ে বিপত্তির শুরু। দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত হন দীপনের দলের বেশ কয়েকজন খেলোয়াড়। এরপর দীপনের দলের ছয় জন চিকিৎসা নেন পঙ্গু হাসপাতালে। আহতদের মধ্যে রয়েছেন শিশির শিকদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও শেখ জাহিদ।
আহতদের অভিযোগ, মোস্তফা কামাল রাজ ও শরিফুল ইসলাম রাজ মদ্যপ অবস্থায় তাদের ওপর কোনো কারণ ছাড়াই হামলা চালিয়েছেন। এরপর রাজের সমর্থকরাও হামলায় অংশ নেন।
এ বিষয়ে দীপংকর দীপন বলেন, ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত মাঠে কোনো বল গড়াবে না।
Leave a reply