নাগোর্নো-কারাবাখে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করবে জাতিসংঘ

|

ছবি: সংগৃহীত।

আর্মেনিয়া-আজারবাইজানের বিতর্কিত অঞ্চল নাগোর্নো-কারাবাখে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো অঞ্চলটিতে মোতায়েন হতে চলেছে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে খবর বার্তা সংস্থা আল জাজিরা।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, অঞ্চলটিতে চলমান সহিংসতা নিয়ন্ত্রণের পাশাপাশি, সীমান্তে মানবিক বিপর্যয় ঠেকাতে কাজ করবেন শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা।

সম্প্রতি, নাগোর্নো কারাবাখ দখলে নেয় আজারবাইজানের সামরিক বাহিনী। এরপর থেকে অঞ্চলটি ছাড়তে শুরু করেন সেখানে বসবাসরত আর্মেনিয়ানরা। এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন সীমান্ত এলাকায়। এ ঘটনার পরপরই সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানায় আর্মেনিয়া।

এআই /এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply