প্রচলিত আইন কানুনের তোয়াক্কা করে না আ.লীগ নেতারা: রিজভী

|

ছবি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বহুদলীয় গণতন্ত্রের পক্ষে আপসহীন থাকার কারণেই খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনি যেখানে যেতে চান, সেখানেই যেতে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। বলেন, প্রচলিত আইন কানুন, কিছুই তোয়াক্কা করে না আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই তাদের নেতারা বিচলিত হয়ে পড়েন। সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চাইছে। এসব দেখেই বোঝা যায়, একতরফা নির্বাচনের সব রকমের প্রস্তুতি নিচ্ছে তারা। তবে জনগণ সাজানো নির্বাচন আর হতে দেবে না বলেও জানান তিনি।

স্বাধীনতা কেড়ে নিয়ে সরকার দুঃশাসন চালাচ্ছে অভিযোগ করে রিজভী ক্ষমতাসীনদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে সুরা ফাতেহা পাঠ করে দোয়া ও মোনাজাত করা হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply