Site icon Jamuna Television

মারাত্মক দুর্ঘটনার শিকার অভিনেত্রী তানজিন তিশা

ছবি: সংগৃহীত।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাকে বহন করা ব্যক্তিগত গাড়িটিকে ধাক্কা দেয় একটি ড্রাম ট্রাক।

ট্রাকের ধাক্কায় আহত হন তিশা। ভেঙে যায় তার টয়োটা হ্যারিয়ার মডেলের গাড়ির পেছনের অংশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিশা। তবে ঠিক কোথায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানাননি তিনি।

নিজের ফেসবুক পেইজ থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ গাড়ির পেছনের অংশের ছবি তুলে পোস্ট করেন তিশা। ছবি: ফেসবুক।


দুর্ঘটনার বিষয়ে তানজিন তিশা বলেন, গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়, কারণ আমি আমার কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছিলাম। বিষয়টি মেনে নেয়া আমার পক্ষে সহজ নয় কিন্তু আলহামদুলিল্লাহ। কিছুটা আঘাত পেয়েছি কিন্তু আমি এখন নিরাপদ এবং এর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এছাড়াও যারা আমাকে সবসময় ভালোবাসেন এবং প্রার্থনায় রাখেন তাদের সবাইকে ধন্যবাদ।

এআই/এটিএম

Exit mobile version