‘অ্যাথলেট ভিলেজে’ হিজাব পরতে পারবেন ফরাসি ক্রীড়াবিদরা

|

আসন্ন ২০২৪ সালের অলিম্পিকে ‘অ্যাথলেট ভিলেজে’ হিজাব পরতে পারবেন ফরাসি ক্রীড়াবিদরা। শুক্রবার (২৯ শুক্রবার) এ সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। খবর ফ্রান্স টুয়েন্টি ফোরের।

তারা জানায়, হিজাব বা যেকোনো ধর্মীয় পোশাক-পরিচ্ছদ পরার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই তাদের পক্ষ থেকে। আলিম্পিকে ধর্মীয় এ পোশাক পরার ওপর ফরাসি ক্রীড়া বিষয়ক মন্ত্রীর নিষেধাজ্ঞা আরোপের পাঁচদিনের মাথায় এলো এ সিদ্ধান্ত। তবে অ্যাথলেট ভিলেজে হিজাব পরতে পারলেও, দেশটির স্পোর্টস ফেডারেশনের নিয়ম অনুযায়ী মাথা আবৃত না রেখেই খেলায় অংশ নিতে হবে খেলোয়াড়দের।

গেল সপ্তাহে, ম্যাকরন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ধর্ম নিরপেক্ষতার নীতি মানতে অলিম্পিকে হিজাব পরতে পারবেন না ফরাসি খেলোয়াড়রা।

এর আগে আগস্ট মাসে স্কুলে আবায়া পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে নতুন করে সমালোচনার মুখে পড়ে ম্যাকরন সরকার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply