নাটোরের গুরুদাসপুরে দুই পাখি শিকারির বাড়ি থেকে ৪০টি ঘুঘু এবং ১০টি বক উদ্ধার হয়েছে। পরে পাখিগুলো অবমুক্ত করে পরিবেশকর্মীরা।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয়দের কাছে খবর পেয়ে বিকেলে উপজেলার চরপিপলা গ্রামে যায় পরিবেশকর্মীরা। পরে পাখি শিকারি সাহিদুল ও আবু সোমার বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার করা হয় খাঁচায় বন্দি ৪০টি ঘুঘু এবং ১০টি বক। তবে পালিয়ে যায় দুই পাখি শিকারী। পরে পাখিগুলো অবমুক্ত করেন পরিবেশকর্মীরা।
/এমএইচ/এটিএম
Leave a reply