জিরোনার বিপক্ষে বড় জয়ে শীর্ষে রিয়াল, গোল পেয়েছেন বেলিংহাম

|

জুড বেলিংহামের চিরাচরিত উদযাপন। ছবি: সংগৃহীত

লা লিগায় হাতছানি ছিল বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার। জিরোনার বিপক্ষে ৩-০ গোলের বিশাল জয়ে সেই শীর্ষস্থানটা বাগিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

শুরু থেকেই প্রতিপক্ষের মাটিতে এদিন চাপের মুখে ছিল রিয়াল। তবে ম্যাচের ১৭ মিনিটেই জোসেলুর গোলে লিড নেয় মাদ্রিদ। এরপর মাত্র চার মিনিটের ব্যবধানে টনি ক্রুসের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন অরিলিয়ে চুয়ামেনি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল।

দ্বিতীয়ার্ধে আক্রমণে এলেও গোলের দেখা পায়নি জিরোনা। ৭১ মিনিটে জুড বেলিংহামের গোলে ৩-০’তে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। শেষ দিকে এসে রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড় নাচো ফার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও বড় জয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে আট ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ১৯ পয়েন্ট তিনে অবস্থান করছে জিরোনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply