প্রতিবাদে উত্তাল ইসরায়েল, তেল আবিবের রাস্তায় হাজার মানুষ

|

ছবি: সংগৃহীত

বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে আবারও উত্তপ্ত হলো ইসরায়েলের রাজপথ। শনিবার (৩০ সেপ্টেম্বর) তেল আবিবের রাস্তায় জড়ো হয় হাজার হাজার মানুষ। খবর রয়টার্সের।

জাতীয় পতাকা ও ব্যানার হাতে প্রতিবাদ জানায় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে। স্লোগানে মুখরিত হয় রাজধানীর কেন্দ্র। বিচার বিভাগীয় সংস্কার পুরোপুরি বাতিলের দাবি জানান তারা। গণতন্ত্র ধ্বংস ও জনগণকে বিভক্ত করার অভিযোগ তোলেন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে। ক্ষমতায় বসেই সর্বোচ্চ আদালতের ক্ষমতা কমানোর প্রস্তাব দেয় নেতানিয়াহু সরকার। তবে ইসরায়েলিদের সমর্থন না থাকায় চ্যালেঞ্জের মুখে পড়ে বিলটি।

সাধারণ জনগণের বিক্ষোভের মুখে পড়েই গত জুলাইয়ে বিলের একটি অংশ পাস করে সরকার। ইসরায়েলিদের দাবি, সংস্কার বিল পাস হলে হ্রাস পাবে সুপ্রিম কোর্টের এখতিয়ার। বাড়বে পার্লামেন্টের ক্ষমতা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply