ইউক্রেনজুড়ে সামরিক স্থাপনায় জোরালো হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনীর যুদ্ধের রসদবাহী দুটি ট্রেন ধ্বংসের দাবি করেছে মস্কো। দেশজুড়ে প্রায় অর্ধশতাধিক ড্রোন রকেটও নিক্ষেপ করা হয়েছে। অবশ্য এর মধ্যে ৩০টি হামলার চেষ্টা নস্যাতের দাবি করেছে কিয়েভ। খবর বিবিসির।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খেরসন, জাপোরিঝিয়া ও দোনেৎস্কে বেশ কয়েকটি গোলাবারুদের ডিপো, মিসাইল, হাইমার্স রকেট সিস্টেম, ড্রোন এবং পশ্চিমা সাঁজোয়া যান গুঁড়িয়ে দিয়েছে পুতিন বাহিনী। কয়েকদিনের ব্যবধানে ইউক্রেনীয় বন্দরে ফের হামলা চালানো হয়েছে।
অপরদিকে, পাল্টা হামলায় রুশ সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে জেলেনস্কি প্রশাসন। এ নিয়ে জানানো হয়, শনিবার আভদিভকা, মারিংকা এবং জাপোরিঝিয়ায় ফ্রন্টলাইনের সেনারা সম্মুখ সমরে অংশ নেয়। এদিন কিয়েভ বাহিনীর আক্রমণে বহু রুশ সেনা নিহত এবং সামরিক সরঞ্জাম ধ্বংস হয়। এছাড়া রুশ ভূখণ্ডে বেলগোরো এবং ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন নয়টি মিসাইল হামলা চালায়। অবশ্য সবগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি পুতিন প্রশাসনের।
এসজেড/
Leave a reply