সুন্দরবনের তুলাতলা এলাকায় মাছ শিকারে গিয়ে বাঘের আক্রমণে শিপার হাওলাদার (২২) নামে এক জেলে নিহত হয়েছেন। তিনি শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। শুক্রবার (১ অক্টোবর) ঘটনাস্থল থেকে ওই জেলের মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। সেই সাথে উদ্ধার করা হয় তার ব্যবহৃত জামা-কাপড়ও।
নিহতের পরিবার জানায়, গত বুধবার বন বিভাগের অনুমতি নিয়ে পৃথকভাবে নৌকায় মাছ ধরতে যান শিপার ও তার বাবা। তবে বাবার সাথে শিপার ফিরে না আসলে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে তার খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। তবে আজ রোববার সকালে তার মরদেহের কিছু অংশ খুঁজে পাওয়া যায়। পরিবারের ধারণা, শরীরের বাকি অংশ বাঘ খেয়ে ফেলেছে।
এনিয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরূল করিম জানান, এই ধরনের একটি ঘটনার খবর আমরা পেয়েছি। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। যদি সে অনুমতি নিয়ে মাছ ধরতে যেয়ে থাকে এবং বাঘের আক্রমণেই নিহত হয় তাহলে তার পরিবারকে সরকারি প্রণোদনা দেয়ার ব্যবস্থা করা হবে।
/এমএইচ
Leave a reply