বিশ্বকাপের মাসকট ‘ব্লেজ’ ও ‘টঙ্ক’

|

ছবি: সংগৃহীত

নির্বাচিত হলো ভারত বিশ্বকাপের অফিসিয়াল মাসকটের নাম। ক্রিকেটপ্রেমীদের ভোটে যে দু’টি নাম নির্বাচিত হয়েছে, সেগুলো হলো ব্লেজ ও টঙ্ক।

ভারত বিশ্বকাপের জন্য গত মাসে দু’টি মাসকট উন্মোচন করে আইসিসি। লাল পোশাক পরা মাসকটটি নারী আর নীল পোশাকেরটা পুরুষ। ব্লেজ হলো নারী মাসকট, যে দ্রুতগতিতে বোলিং করে ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
অপরদিকে, টঙ্ক হলো পুরুষ মাসকট। নীল পোশাক পরা হিমশীতল স্বভাবের টঙ্ক একজন চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। মূলত লিঙ্গ সমতা বুঝাতেই এমন মাসকট বানিয়েছে আইসিসি। মাসকট দু’টির নাম নির্ধারণের কাজটা দর্শকদের দিয়েছিল ক্রিকেট সর্বোচ্চ সংস্থা।

সব ভেন্যুতে ব্লেজ ও টঙ্ক’কে দেখা যাবে। তারা দর্শকদের সাথে আলাপ করবে, মাঠে নানা কার্যকলাপ করবে- মূলত পুরো আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকবে বলে আশা করা যাচ্ছে।

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের আহমেদাবাদে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্ব আসর। একই ভেন্যুতে ১৯ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে ক্রিকেটের এই মহা লড়াইয়ের।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply