সংবিধান অনুযায়ী সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরিতে এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে যান জাপানের রাষ্ট্রদূত। এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে হাছান মাহমুদ এ কথা জানান।
সাক্ষাতের পর সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপান। আগামীতেও তারা এ সহযোগিতা অব্যাহত রখবে।
হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি আল্টিমেটাম দিয়ে কিছু করতে পারেনি। খালেদা জিয়ার মুক্তি নিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েও ১২০ ঘণ্টা পার হয়ে গেছে। কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে রাজপথে মোকাবেলা করা হবে।
/এমএন
Leave a reply