ভিসানীতি নিয়ে আলোচনা হয়নি: রেনা বিটারের সঙ্গে বৈঠক নিয়ে খুরশিদ আলম

|

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটারের সঙ্গে ভিসানীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলম। তবে, কনস্যুলার সেবা বিষয়ক দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বলে জানান।

রোববার (১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন রেনা বিটার ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে। এরপরই কথা জানান তিনি। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় রেনা বিটার কিংবা মার্কিন রাষ্ট্রদূত গণমাধ্যমের সাথে কথা বলেননি।

খুরশিদ আলম আরও জানান, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ার সময় ছয় মাসের মধ্যে নামিয়ে আনার আশ্বাস দেয়া হয়েছে। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেনা বিটার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply